হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দুর্বৃত্তের গুলিতে কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় আ.লীগ নেতার মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন। 

মামলার বাদী হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার। আহত কলেজছাত্র রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের জমসের আলীর ছেলে আল-আমিন। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। 

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শওকত আলী তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেলকুচি থানায় মামলা দায়ের করেছেন।’ 

পরিদর্শক আব্দুল বারিক আরও বলেন, ‘ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। আওয়ামী লীগ নেতাকে গুলি করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে মকিমপুর গ্রামে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত আলী। এ সময় সড়ক দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে তিনি দোকানে প্রবেশ করেন। ওই তিন তরুণ দোকানের সামনে এসে শওকত আলীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। 

এ সময় ওই তরুণদের ছোড়া গুলি দোকানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে লাগে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি