সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বানিয়াগাঁতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত লোকমান হোসেন (৩৪) নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত লোকমান হোসেন জেলার সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের ওসমান গনির ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বানিয়াগাঁতীতে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান হোসেন ও ট্রাকে থাকা পাঁচ শ্রমিকসহ সাতজন আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করান।