হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আজ রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার নুরজাহান ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সমাজ আলী উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। 

এ ঘটনায় আহতরা হলেন, গাইবান্ধা জেলার বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আবদুল মাজেদ (৩২), শাহজাদপুর পৌর সদরের দাড়িয়াপুর মহল্লার মো. হাবু শেখের ছেলে মো. অনিক ও হাবু শেখের স্ত্রী মোছা. রোজিনা খাতুন (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাদপুর উপজেলার তালগাছি থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। সিএনজিটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার নুরজাহান ভবনের সামনে পৌঁছালে একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সমাজ আলী (৫৫) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হন তিনজন। আহতদের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত সমাজ আলীর মরদেহের সুরতহাল করেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’ 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩