হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ধরা খেয়ে তাঁদের জরিমানা গুনতে হয়েছে। 

আজ শুক্রবার সকালে সদরের বড় বাজার, মিরপুর ওয়াপদা বাজার ও কড্ডা মোড় এলাকায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসে রং মেশানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। 

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

সহকারী পরিচালক বলেন, ‘ছুটির দিনে মাংসের দোকানে চাপ বেশি থাকে। এ সুযোগে তারা গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি করছিল। এভাবেও যে রং মেশানো হয়, এটা আগে জানতাম না। পরে অভিযান চালিয়ে মিরপুর ওয়াপদা বাজারের জুলমত মাংসের দোকানকে ৫ হাজার এবং কড্ডা মোড়ের রেজাউল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি আরও বলেন, এ ছাড়া কেউ ওজনে কারচুপি করছে কিনা, মূল্যতালিকা প্রদর্শন করছে কিনা, গাভির মাংস ষাঁড় বলে বিক্রি করছে কিনা এসব বিষয়েও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক