সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মারা যান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের ছাত্তার আলীর ছেলে আব্দুর কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের একজন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, গতকাল বুধবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে দুজন রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হোমিওপ্যাথি দোকানি মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মোজ্জাম্মেল হককে আটকের চেষ্টা চলছে।