হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ কলেজশিক্ষার্থী নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার বিকেল ৫টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি ও চাপাইনবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন। যিনি আহত হয়েছেন তিনি হলেন, রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজ। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই কলেজে পড়ার সুবাদে আজ সোমবার সকালে উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে রাব্বির বাড়িতে বেড়াতে আসেন 
শামীম ও রাজ। বিকেলে এই তিন বন্ধু একটি মোটরসাইকেলে চেপে এলাকায় ঘুরতে বের হন। পথে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাব্বি ও শামীম হোসেন নিহত হন। গুরুতর আহত হন রাজ। তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ব্যস্ত রয়েছেন। পরে বিস্তারিত জানাবেন।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু