হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে হামলার শিকার সহকারী কমিশনার, গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি)। এতে গুরুতর আহত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁকে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিঘড় গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘কায়েমপুর ইউনিয়নের বলদিঘড় গ্রামে খাস খতিয়ানভুক্ত একটি ফসলি জমি আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করি। বিষয়টি জানার পর এলাকাবাসী ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে দাবি করে মানববন্ধন করে। পরে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এলাকাবাসীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। খেলার মাঠের জন্য আরেকটি জায়গার বরাদ্দ দেওয়ার কথা হয়। এলাকাবাসী বিষয়টি মেনে নেয়। আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে আজ সকালে আমি ও এসি (ল্যান্ড) সরেজমিন পরিদর্শনে যাই। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে এসির (ল্যান্ড) মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে এসি (ল্যান্ড) আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩