হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঘুষ দিয়েও ২০ বছর বেতন না পাওয়া সেই শিক্ষিকার টাকা ফেরত

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে ঘুষের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। এ ঘটনায় ঘুষের টাকা ফেরত দিলেন জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরত দেন তাঁরা। এতে মধ্যস্থতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন। 

ইউএনও বলেন, ‘জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষিকা রোকেয়া খাতুনকে এমপিওভুক্তি করে দেওয়ার কথা বলে কয়েক ধাপে ৩ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিশ্রুতি মোতাবেক তাঁরা সেই টাকা ফেরত দিয়েছেন আমার উপস্থিতিতেই।’ 
 

ইউএনও আরও বলেন, ‘শিক্ষক নিয়োগে প্রতারণা ও বেতনহীন ২০ বছরের পারিশ্রমিক চেয়ে রোকেয়ার স্বামী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় পরবর্তী সময় তদন্ত করে সে বিষয়ে সুপারিশ করা হবে।’ 

শিক্ষিকা রোকেয়া খাতুনের স্বামী আব্দুল করিম বলেন, ‘বেতন করে দেওয়ার কথা বলে সভাপতি ও প্রধান শিক্ষক যে টাকা নিয়েছিলেন তা ফেরত পেয়েছি। তবে আমার স্ত্রীকে বিগত ২০টি বছর বেতনহীন খাঁটিয়ে নিয়েছেন তার পারিশ্রমিক চাই আমরা। জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।’ 

এর আগে একাধিকবার ঘুষ দিয়েও এমপিওভুক্তি না হওয়ার হতাশায় রোকেয়া খাতুন স্ট্রোক করে গত সোমবার মারা যান। পরে ঘুষের টাকা ফেরতের দাবিতে ওই দিন সকালে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। তোপের মুখে জনতার সামনে ঘুষের ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। ইউএনও সোহরাব হোসেন ও কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদের উপস্থিতিতে তিন দিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে স্বজনেরা মরদেহ দাফনের ব্যবস্থা করেন।

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা