সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির হুলে আনছার আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনছার আলী উপজেলার জোকনালা গ্রামের সাদেক আলীর ছেলে।
ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রানা আহাম্মেদ জানান, বিকেলে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলেন। এ সময় সগুনা কালীবাড়ী এলাকায় পৌঁছালে মৌমাছি এসে আনছার আলীকে আক্রমণ করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মোফাখখারুল ইসলাম বেলন, ‘মৌমাছির হুলে আহত অবস্থায় আনছার আলীকে হাসপাতালে নিয়ে এলে আমরা মৃত অবস্থায় পাই।’