হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্টাডি ট্যুরে ছাদ থেকে পড়ে কাশ্মীরি মেডিকেলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী খুশবু মানজুর (২১) নামে এক ভারতীয় কাশ্মীরি নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত খুশবু মানজুর ভারতের জম্মু কাশ্মীরের মানজুর আহম্মদ তারাইয়ের মেয়ে। তাঁর বড় ভাই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক আদিল মানজুর।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ভারতের কাশ্মীরি নাগরিক খুশবু মানজুরসহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্টাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউসে যান। সেখানে দুপুরে খাবার শেষে খুশবু চারতলা ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে তিনি ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩