হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ থেকে অপহরণ করে যশোরে বিক্রি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আজ দিঘী মনিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।

৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩