সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের গুপিরপাড়ায় র্যাব অভিযান চালিয়ে শীর্ষ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ইয়াবাসহ তাদের সবাইকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়ার কালাচাঁদ তালুকদারের ছেলে নাজমুল হোসেন (২২), খালিশাকুড়ার জলিল শেখের ছেলে মনিরুজ্জামান (২৩), শাহ আলী শেখের ছেলে রুবেল শেখ (২২), সাদ্দাম শেখ (২৬), আবু সাইদ শেখ ও শাহানগাছার বাবলু শেখের ছেলে শাকিল আহম্মেদ (২০)।
র্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সিরাজগঞ্জ সদর থানার পশ্চিম গুপিরপাড়ায় অভিযান চালায়।