হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রীর গলা কেটে ‘হত্যার’ পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের সলঙ্গায় রোজিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর তার স্বামী মোতালেব হোসেন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে সলঙ্গা থানার এরান্দাহ্ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং মোতালেব হোসেনের স্ত্রী। গুরুতর আহত মোতালেবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মোতালেব আত্মহত্যার চেষ্টা করেন।

নিহতের চাচাতো ভাই জাহিদ হাসান জানান, তিন বছর আগে রোজিনা ও মোতালেবের বিয়ে হয়। মোতালেবের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় তিনি শ্বশুরবাড়ি এরান্দাহ গ্রামেই বসবাস করতেন। ছয় দিন আগে তিনি ফেনী থেকে রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরেন। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়।

রাত আড়াইটার দিকে পাশের ঘর থেকে রোজিনার ভাতিজা বায়জিদ কান্নাকাটির শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান, ফুফু রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে এবং তার পাশে ফুফা মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনার মরদেহ উদ্ধার করে এবং আহত মোতালেবকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এরান্দাহ গ্রাম থেকে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩