হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রীর গলা কেটে ‘হত্যার’ পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের সলঙ্গায় রোজিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর তার স্বামী মোতালেব হোসেন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে সলঙ্গা থানার এরান্দাহ্ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং মোতালেব হোসেনের স্ত্রী। গুরুতর আহত মোতালেবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মোতালেব আত্মহত্যার চেষ্টা করেন।

নিহতের চাচাতো ভাই জাহিদ হাসান জানান, তিন বছর আগে রোজিনা ও মোতালেবের বিয়ে হয়। মোতালেবের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় তিনি শ্বশুরবাড়ি এরান্দাহ গ্রামেই বসবাস করতেন। ছয় দিন আগে তিনি ফেনী থেকে রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরেন। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়।

রাত আড়াইটার দিকে পাশের ঘর থেকে রোজিনার ভাতিজা বায়জিদ কান্নাকাটির শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান, ফুফু রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে এবং তার পাশে ফুফা মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনার মরদেহ উদ্ধার করে এবং আহত মোতালেবকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এরান্দাহ গ্রাম থেকে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক