মুন্সিগঞ্জের শিমুলিয়ার সঙ্গে শরীয়তপুরের সাত্তার মাদবর মাঝিরঘাট নৌরুটে ফেরি চলাচল আগামীকাল থেকে শুরু হতে পারে। আজ মঙ্গলবার সকাল ও সন্ধ্যায় এই রুটে দ্বিতীয়বারের মত পরীক্ষামূলক ফেরি চলাচলের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি।
প্রাথমিকভাবে এই রুটে প্রতিদিন বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল করার কথা জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দিনের বেলায় সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল করবে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৩টি ছোট যানবাহন নিয়ে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে ছাত্তার মাদবর মাঝিরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ১ ঘণ্টা ১০ মিনিটের নৌপথ পাড়ি দিয়ে বিনা বাধায় সকাল ৭টা ৫৫ মিনিটে সফল ভাবে সাত্তার মাদবর মাঝিরঘাটে পৌঁছাতে সক্ষম হয় ফেরিটি। পরবর্তীতে যানবাহন আনলোড করে পুনরায় অল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরিটি শিমুলিয়া ঘাটে ফিরে যায়।
এর আগে গত শনিবার এই রুটে প্রথমবারের মত পরীক্ষামূলক ফেরি চালানো হয়ে। তবে পাইনপাড়া চ্যানেলের ৪টি পয়েন্ট নব্য সংকট থাকায় ফেরি কয়েক দফা আটকে যায়। খনন করে নব্য সংকট কাটিয়ে মঙ্গলবার সফল পরীক্ষামূলক ফেরি চলাচল করতে সক্ষম হয়। সফল ভাবে ফেরি চলায় দ্রুততম সময়ের মধ্যে এই রুটে নিয়মিত ফেরি চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। প্রাথমিকভাবে প্রতিদিন বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই রুটে ফেরিতে যানবাহন পারাপার করা হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম মোবাইলে আজকের পত্রিকা’কে বলেন, শনিবারের পরীক্ষামূলক ফেরি চলাচলে কিছুটা বাধাগ্রস্ত হলেও মঙ্গলবার দ্বিতীয় দফায় দিনের বেলায় ফেরি চলাচল সফল হয়েছে। এখন রাতে শিমুলিয়া থেকে ছাত্তার মাদবর মাঝিরঘাটের উদ্দেশ্য আরও একটি ফেরি পরীক্ষামূলক পারাপার করা হবে। রাতে ফেরি চলাচল সফল হলে এই রুটে নিয়মিত ফেরি চলাচল শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন: