হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় মাছের ঘেরে নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের গুরালীর বিলে মাছের ঘেরে সাকিলা আক্তার (৩০) নামে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছের ঘেরের বাসার কাছে এ ঘটনা ঘটে। 

তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাসিডে দগ্ধ সাকিলা আক্তারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। অ্যাসিড দগ্ধ সাকিলা শাহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদের স্ত্রী। 

গ্রামবাসী জানায়, তালা উপজেলার শাহপুর-গুরালীর বিলে ৬০ বিঘার একটি মাছের ঘের রয়েছে। এর মালিক মিরাদের মামা কালীগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার বাসিন্দা আব্দুলাহ আল-মামুন। তিনি ঢাকায় থাকায় ঘেরটি মিরাদ আহমেদ ও তাঁর স্ত্রী সাকিলা আক্তার দেখাশোনা করতেন। কয়েক বছর ঘেরের আয়-ব্যায়ের হিসাব ঠিকমতো না দেওয়া এবং মামার ঘের নিজের দাবি করা নিয়ে বিরোধ চলছিল। 

এ নিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে এক সালিস বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিসে খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, আবদুল গফ্ফার, মামা আবদুল্লাহ আল মামুনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কিন্তু ওই বৈঠকে আলী মিরাদ আহমেদ উপস্থিত না থাকায় মামা-ভাগনের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসা হয়নি। 

এরই মধ্যে মিরেদের স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের খবর পাওয়া যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।সাকিলা আক্তারের পিঠ ও পা অ্যাসিডে দগ্ধ হয়েছে বলে পরিবার জানিয়েছে। 

অ্যাসিডে দগ্ধ সাকিলা আক্তার জানান, সন্ধ্যায় ওই ঘেরে গিয়েছিলেন তিনি। ফেরার পথে পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাসিডে দগ্ধ সাকিলা আক্তারকে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁর শরীরের পেছনের কিছু অংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও জানান, ঢাকায় বসবাসরত আবদুল্লাহ আল মামুনের একটি মাছের ঘের তাঁর ভাগনে ও ভাগনেবউ দেখাশোনা করতেন। ঘেরের হিসাব ঠিকমতো না দেওয়ায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে ভাগনে আলী মিরাদ আহমেদ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা একটি মামলা করেন মামার বিরুদ্ধে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। অ্যাসিড নিক্ষেপের বিষয়টি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন