হোম > সারা দেশ > সাতক্ষীরা

ইছামতী নদীতে লাশ, পকেটে মিলল ভারতীয় আধার কার্ড 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমানার দেবহাটার ইছামতী নদী থেকে এক মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ইছামতী নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে মরদেহ উদ্ধার হয়। মরদেহের পকেট থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। 

নিহত ব্যক্তির নাম আহছান হাবিবুল হক (৪৫)। তাঁর পকেট থেকে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে তিনি ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে। 

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক বলেন, ‘ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে দেবহাটা থানা–পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘লাশের পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস প্যান্ট, তাঁর গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীকে (বিএসএফ) বার্তা পাঠানো হয়েছে।’ লাশ উদ্ধারকালে দেবহাটা থানা–পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন