হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে সুন্দরবনের দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

একনলা বন্দুকসহ আটক বনদস্যুদের একজন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের নজির গাজী (৫৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার বৈকারী গ্রামের দিদারুল ইসলাম (৩৮)। আটক বনদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, সোমবার রাত ৯টার দিকে অপরিচিত পাঁচ-সাত জন সুন্দরবন তীরবর্তী যতীন্দ্রনগর বাজারে আসেন। এ সময় তাঁরা মাইক্রোবাস, নয়তো ভাড়ায় চালিত মোটরসাইকেলের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে নাম-পরিচয়সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাজারে লোকজন ধাওয়া করে দিদারুলকে আটকের পর পুলিশকে খবর দেয়। পরে শ্যামনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দিদারুলকে থানায় নিয়ে যায়। পরে মীরগাং এলাকা থেকে অপর বনদস্যু নজিরকে আটক করে স্থানীয়রা এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের ব্যবহৃত মাছ শিকারের নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন