হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা

সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নিয়ে তদন্ত চলছে। ছবি: আজকের পত্রিকা

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার বেলা ১১টায় তদন্তে আসেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের।

তদন্তে সখিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষক, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক শেখ তহিরুজ্জামান অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আত্মীয়করণের মাধ্যমে নিয়োগ-বাণিজ্য, আয়-ব্যয় ও ক্রয় এবং টিআর কমিটির সদস্যদের বাদ দিয়ে নিজের ইচ্ছেমতো সবকিছু করেন। অনুপস্থিত শিক্ষার্থীদের দিনপ্রতি পাঁচ টাকা হারে নেওয়া, রাতের আঁধারে বিদ্যালয় থেকে তিন ভ্যান সরকারি বই বিক্রিসহ নানা বিষয়ে তদন্ত করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের বলেন, ‘জেলা প্রশাসক আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমি উভয় পক্ষের বক্তব্য লিখিতভাবে জমা দেব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।’

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭