হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ১০ ভরি সোনার গয়না, মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের ছেলে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ‘একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। পুলিশ এ বিষয়ে যথাযথ নেবে।’ 

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ জানান, গতকাল রাত ২টার দিকে ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে তাঁর ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাঁর তিন ভাইয়ের ঘরে গিয়ে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা। 

সুভাষ চন্দ্র ঘোষ আরও জানান, গতকাল রাত ৪টা পর্যন্ত লুটপাটের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল, ১০ ভরি সোনার গয়নাসহ ২০ লাখ টাকা লুটপাট হয়েছে বলে দাবি তাঁর। এ ছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা