হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় পুকুর থেকে সোলায়মান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামে এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাউনিয়া থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরহাদ মণ্ডল। তিনি বলেন, ‘১৮ বছর ধরে স্থানীয় বাসিন্দা মনজুরুল হক পলাশের মৎস্য খামারে সোলায়মান দিনে ও রাতে পাহারাদারের কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।’ 

নিহত সোলায়মান মিয়া বাজেমজকুর গ্রামের মৃত ধুলু শেখের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা পাহারাদার সোলায়মান মিয়া উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে মারা যেতে পারেন। 

স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার দুপুর থেকে রাত পর্যন্ত সোলায়মানকে খুঁজে পাননি পরিবারের লোকজন। আজ সকালে ৭টার দিকে স্থানীয় লোকজন মৎস্য খামারের পুকুরের পানিতে সোলায়মানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন পুকুর থেকে সোলায়মানের মরদেহ ওপরে উঠিয়ে আনেন। 

ওসি ফরহাদ মণ্ডল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে পাহারাদার সোলায়মান পুকুরের পানি পড়ে ডুবে গিয়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু