হোম > সারা দেশ > রংপুর

নৌকা পেয়েও ‘অস্বস্তিতে’ রংপুর-১ আসনের আ.লীগ নেতা-কর্মীরা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও রংপুর-১ আসনসহ আওয়ামী লীগে ২৯৮ জন এবং জাতীয় পার্টিতে ২৮৭ জনকে মনোনীত করা হয়েছে। তবে জোটের অংশীজন হয়ে রংপুর-১ আসনটি আবারও হারানোর আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজু। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার।

দলের নেতা-কর্মীরা বলছেন, রংপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে মহাজোটের জটে আটকা পড়েছে। ফলে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেলেও আটকে যায় নৌকা প্রতীক। নৌকাবিহীন নির্বাচনে লাঙ্গল প্রতীকেই ভোট দেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা, যা স্থানীয় আওয়ামী লীগকে দলীয় সংসদ সদস্য থেকে বঞ্চিত রেখেছে। এ ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানলেও তাঁদের কারও মনেই স্বস্তি নেই। তাঁদের এমন আক্ষেপ এক দশকেরও বেশি সময় ধরে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে এবারও আমাদের লাঙ্গলে ভোট দেওয়া লাগতে পারে। এটাই আমাদের দুশ্চিন্তার কারণ। তবে যাই হোক, দল যেহেতু করি, দলীয় নির্দেশ তো মেনে চলতেই হবে।’

অন্যদিকে একই শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহাজোটের কারণে আমাদের কেবল ত্যাগই বাড়ছে, প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থাকছে। তাই আমরা দলীয় প্রধানের কাছে আশা করব, এবার যেন আমাদের আর ত্যাগ করতে না হয়। এবার যেন নৌকায় ভোট দিতে পারি।’

এবারে রংপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত সোমবার (২৭ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা রিটার্নিং (নির্বাহী) অফিসারের কার্যালয় থেকে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে নৌকা প্রতীকের এই মনোনয়নপত্র দাখিলও করা হবে। ১৭ নভেম্বর প্রতীক ঘোষণার দিন পর্যন্ত এই মনোনয়নপত্র বহাল থাকবে কি না, সে নিয়েও আতঙ্কে রয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থক।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ