হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে টিনের বেড়া মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলায় টিনের বেড়া মেরামত করতে বিদ্যুতায়িত হয়ে মশিউর রহমান (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সোবারভিটা গ্রামে এই ঘটনা ঘটে।

মশিউর রহমান কামাত কাজলদিঘী ইউনিয়নের সোবারভিটা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।

বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

নিহতের পরিবারের বরাত দিয়ে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, ‘গতকাল বিকেলে নিজের বাড়ির টিনের বেড়া মেরামত করতে যান মশিউর। বেড়াটি বৈদ্যুতিক বাতির তারের সঙ্গে লাগানো থাকলেও খেয়াল করেননি তিনি।

টিনের বেড়ায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান মশিউর। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান তোফায়েল।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা