হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে লাল লিচু কিনে প্রতারিত ক্রেতারা, ‘অপরিপক্বের’ অভিযোগ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বাজারে এসেছে মৌসুমি ফল লিচু। লাল-হলুদ রং দেখে সেসব লিচু কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভোক্তাদের অভিযোগ, বাজারে ক্রেতাদের বাড়তি চাহিদা থাকায় ও অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ব লিচু বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। লিচুর কাঙ্ক্ষিত স্বাদ পাচ্ছেন না তারা। 

বিক্রেতারা বলছে, এতে তাদের কোনো হাত নেই। ক্রেতাদের চাহিদা থাকায় লিচু অপরিপক্ব থাকতে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন লিচু চাষিরা। 

আজ রোববার দুপুরে বাজার ঘুরে দেখা গেছে, ঢাকা মোড়, নতুন বাজার, পুরোনো বাজার, কলেজ বাজারসহ শহরের বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে লিচুর ডালি নিয়ে বসে ও দাঁড়িয়ে লিচু বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। লিচু বিক্রেতাদের ডালির ভেতরে দেখা যায় পাতা দিয়ে মোড়ানো লালচে রঙের লিচু। দেশীয় জাতের লিচু প্রতি ১শ পিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। 

বাজারে লিচু কিনতে আসা কামরুজামান নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘লিচু একটি মৌসুমি সু-স্বাদু ফল। আমরা পৌর শহরে বসবাস করি এবং বাড়ির অল্প জায়গায় ফল-ফলাদির গাছ লাগাতে পারি না। সে জন্য বাড়িতে বাচ্চাদের জন্য বাজারে লিচু কিনতে আসছি। তবে এবার লিচুর দাম কিছুটা সহনীয় হলেও লিচুগুলো এখনো অপরিপক্ব। এ কারণে তেমন স্বাদ পাওয়া যাচ্ছে না।’ 

লিচু ব্যবসায়ী শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই এলাকার লিচু সবচেয়ে সুস্বাদু। এ মৌসুমে নতুন বাজারে আসায় বর্তমানে এর প্রচুর চাহিদা। এ কারণে লিচুচাষিরা বেশি টাকার জন্য, পরিপক্ব হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছে ব্যবসায়ীদের কাছে।’ 

শহিদুল ইসলাম আরও বলেন, ‘লিচুগুলো বিরামপুর উপজেলার আশপাশের গ্রামের ব্যবসায়ীদের ডেকে নেওয়া বাগান থেকে সংগ্রহ করছি। আমার খুচরা ব্যবসায়ীরা লিচুর বাগান থেকে পাইকারিতে লিচু কিনি প্রতি ১শ লিচু ১৫০ থেকে ১৬০ টাকায়। আবার বিক্রি করছি প্রতি ১শ লিচু বিক্রি করছি ১৮০ থেকে ২০০ টাকা দরে।’ 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিরামপুর উপজেলা জুড়ে ১০৫ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এবার ফলন বেশ ভালো হয়েছে। আমরা লিচু চাষিদের সব ধরনের সহযোগিতা করে আসছি। বাজারে লিচু উঠতে শুরু করেছে। তবে লিচু অপরিপক্ব থাকলে বা প্রকৃত রং হলে লিচুর স্বাদ আসবে না। তাই অপরিপক্ব লিচু না কেনা ভালো।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ