হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘নদী ভাঙন রোধে বড় বড় বাজেট আনা হয়েছে। কিছু সেমি স্থায়ী কাজ শেষ করা হয়েছে। আবার জরুরি কিছু স্থায়ী কাজ চলছে।’ এ কারণে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের নদীর তীর রক্ষা বাঁধের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘এটা সত্যি যে, একটি জায়গায় বাঁধ হলে আরেকটি জায়গা ভেঙে গেলে সেটি উন্নয়ন কাঠামোকে আঘাত করে। পাশাপাশি বিদ্যমান বাধাগুলো ইফেক্ট হয়ে যায়।’ সে কারণে নদীর বাকি তীরগুলোতে বাঁধ দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। 

শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘এলাকার মানুষদের ভাগ্যের উন্নয়ন হবে।’ নদী পাড়ের মানুষদের দুর্দশার কথা চিন্তা করে এলাকার বাকি দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে তিনি আশা করেন। 

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিলন, জাতীয় যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাফি, ইউপি সদস্য চাঁন মিয়া, সাবেক ইউপি সদস্য রেজাউল আলম, ছাত্রসমাজের নেতা মসলিম মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত