হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, ১৯ জন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ২৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বুধবার সন্ধ্যায় সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েক শ জনকে আসামি করে মামলা করেন।

এই মামলায় গতকাল সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে ১৯ জনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠান। অন্য চারজনের বয়স কম হওয়ায় শিশু আদালত জামিন দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে তাঁর সমর্থকেরা সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে কর্মসূচির ডাক দেন। এর একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা রাস্তার পাশে থাকা ইট–পাটকেল, রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশ ও পথচারীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকটি অফিস ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, হামলার ঘটনায় রাজনৈতিক মদদ রয়েছে কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু