হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ কারাগারে ২ 

রংপুর প্রতিনিধি

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় সাংবাদিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালতে জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল মজিদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন। 

মামলার আসামিরা হলেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন ও নুর আলম। 

মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে মামলাটি করা হয়। ২০২২ সালের জুলাইতে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়। বিষয়টি রফিকুলের সম্মুখে এলে তিনি বাদী হয়ে আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। 

রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২), ২৫ (২), ২৯ (১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নুর আলম গতকাল রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘আমরা উচ্চ আদালতে যাব।’ 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে কারাগারে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু