হোম > সারা দেশ > রংপুর

অটোরিকশাচাপায় বৃদ্ধা নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন মনিজা বেগমের ছেলে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় রাস্তা পারাপারের সময় অটোরিকশাচাপায় ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকায়। ওই বৃদ্ধার নাম মনিজা বেগম (৬৫)। তাঁর বাড়ি উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তিনি আজ সকালকে তাঁর ছেলের শ্বশুরবাড়ি দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় এলাকায় যাওয়ার উদ্দেশ্যে নিজের বাড়ি মনিরাম গ্রাম থেকে অটোরিকশাযোগে বের হন। ভাই ভাই মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশার ভাড়া দিয়ে মনিজা বেগম রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। এ সময় চালক অটোরিকশাটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। ওই মহিলা রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাইতে ধরছিল, এমন সময় গঙ্গাচড়া বাজার থেকে বড়াইবাড়ী বাজারের উদ্দেশে যাওয়া অটোরিকশাটি ওই নারীর বাম কাঁধে ধাক্কা দিলে তাৎক্ষণিক তিনি রাস্তায় পড়ে যান। এ সময় অটোরিকশার পেছনের একটি চাকা ওই নারীর গায়ের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু