হোম > সারা দেশ > গাইবান্ধা

গুগল দেখে গাইবান্ধায় বিদ্যালয় বন্ধ, আবহাওয়া অফিস বলছে ১০-এর নিচে নামেনি তাপমাত্রা

গাইবান্ধা প্রতিনিধি

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধা। রংপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার সকাল ৯টায় গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরই মধ্যেই গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। 

সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আলোচনা সাপেক্ষে সেই জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।

শিক্ষা অফিস বলছে, আজ সকালে মোবাইল ফোনে গুগল ওয়েদারে তারা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে দেখে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিভাগীয় আবহাওয়াবিদ বলছেন, তাপমাত্রা আজ ১০ ডিগ্রির নিচে নামেনি। 

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে একটি চিঠি ইস্যু করেছেন। 

চিঠিতে বলা হয়েছে, ‘দেশের শৈত্যপ্রবাহ চলমান থাকায় গাইবান্ধা জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার (২৩ জানুয়ারি) গাইবান্ধা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’ 

আবহাওয়া অফিসের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকার পরও কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ৬টা ও পৌনে ৮টায় গুগলে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে পেয়েছি। সে কারণেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে সব প্রাথমিক বিদ্যালয় আজ ও আগামীকাল পাঠদান বন্ধ করা হয়েছে।’ 

তবে রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ ১০ ডিগ্রির নিচে গাইবান্ধার তাপমাত্রা নামেনি।’ 

এদিকে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। ঠান্ডা বাতাসের কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যাত্রী-সংকটে বিপাকে পড়েছেন রিকশাচালকেরা, কাজ পাচ্ছেন না দিনমজুরেরা।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা