হোম > সারা দেশ > দিনাজপুর

সেই মোস্তাফিজুরকে নতুন ভ্যান উপহার দিল মসজিদ কমিটি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

মোস্তাফিজুর রহমানকে নতুন ভ্যান তুলে দেন ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী জামে মসজিদ কমিটিসহ মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

নামাজ পড়তে এসে ভ্যান হারানো মোস্তাফিজুর রহমান পেলেন নতুন ভ্যান। আজ শনিবার (২৩ মে) আছরের নামাজের পর তার হাতে নতুন ভ্যান তুলে দেন ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী জামে মসজিদ কমিটিসহ মুসল্লিরা।

মোস্তাফিজুর রহমান উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার আমিনুল ইসলামের ছেলে। ছোটবেলা থেকে তিনি মৃগী রোগে আক্রান্ত। তাঁর উপার্জনেই চলে অভাবের সংসার। কয়েক বছর আগে তাঁর বোন আত্মহত্যা করেন। তাঁর ভাগনি তাঁদের সঙ্গেই থাকে। সংসারে রুটি রুজির একমাত্র মাধ্যম ছিল তাঁর ওই ভ্যান গাড়ি। গত ২৯ এপ্রিল দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে কাঁটাবাড়ী গ্রামে মোস্তাফিজুর তাঁর ভ্যান গাড়িটি তালাবদ্ধ করে মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে ঢোকেন। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন ভ্যানটি চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি হারিয়ে নির্বাক হয়ে পড়েন তিনি। সে সময় ঠিকমতো কথাও বলতে পারছিলেন না মোস্তাফিজুর। তাঁর চোখে-মুখে ছিল কান্নার ছাপ। কিন্তু কান্নাও করতে পারছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অনেকে তাঁর পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন। পরে মসজিদ কমিটি উদ্যোগ নেয়। স্থানীয়রাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক সহৃদয়বান ব্যক্তি যোগাযোগ করেন ও অর্থ পাঠান। মসজিদ কমিটিসহ সবাই মিলে সেই অনুদানের অর্থে অসহায় মোস্তাফিজুরের হাতে নতুন ভ্যান তুলে দেওয়া হয়।

নতুন ভ্যান পেয়ে খুশিতে চোখ ছলছল করে ওঠে মোস্তাফিজুরের। অগোছালোভাবে তিনি বলেন, প্রতিদিন সকালে বের হয়ে পথে পথে হারানো ভ্যানটি খুঁজেছি। থানায় অভিযোগ দিয়েও ভ্যান পাওয়া যায়নি। যাঁদের সাহায্যে এই ভ্যান পেয়েছি, নামাজে বসে তাঁদের জন্য দোয়া করব। ভ্যান হস্তান্তরের সময় কাঁটাবাড়ী জামে মসজিদের ইমাম মো. নাজিমুদ্দিন বলেন, মোস্তাফিজুর খুবই অসহায় ও প্রতিবন্ধী একটা ছেলে। তাঁকে দেখে যে কারও মায়া লাগবে। অসহায় ছেলেটি নামাজ পড়তে এসে ভ্যান হারিয়ে কাঁদছিল। তা দেখে মসজিদের সবাই তাঁকে সাহায্য করার আগ্রহ দেখায়। পরে বিভিন্ন জায়গা থেকে সাড়াও পাওয়া যায়। অবশেষে মসজিদের মুসল্লিসহ স্থানীয় হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে সবার সহযোগিতায় ৭৫ হাজার টাকা ব্যয়ে তাঁকে এই ভ্যান গাড়ি উপহার দেওয়া হলো।

ভ্যান উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাঁটাবাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মহসিন আলী সরকার, ক্যাশিয়ার আমিনুল ইসলাম, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হক, গণমাধ্যমকর্মী আশরাফ পারভেজ, মুয়াজ্জিন নূর ইসলাম, মুসল্লিদের মধ্যে গোলাম মোস্তফা, মঞ্জুরুল ইসলাম ব্রিটিশ, নুরনবী সরকার প্রমুখ। ভ্যানের চাবি তুলে দেওয়ার পর মসজিদের ইমাম মো. নাজিমুদ্দিনের পরিচালনায় দোয়া করা হয়।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার