হোম > সারা দেশ > রংপুর

রাণীশংকৈলে মধ্যরাতে বাড়িতে বাড়িতে তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ৩ বিএনপি নেতা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাজধানীর ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বুধবার মধ্যরাতে বাড়ি থেকে বিএনপির তিন নেতাকে পুলিশ তুলে নিয়েছে বলে দাবি তাঁদের। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ অভিযোগ করে বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। 

দলীয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ী এলাকার বাড়ি থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজমুদারকে তুলে নেয় পুলিশ। একই সঙ্গে হোসেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দীন ও নেকমরদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে তাঁদের নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। 

রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, ‘উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারের বিরুদ্ধে আগে কোনো মামলা নেই। আটক অন্য দুজন নেতাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিদের অন্যায়ভাবে আটক করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সরকারের মদদপুষ্ট পুলিশ ভয়ভীতি দেখানোর জন্যই এ গ্রেপ্তার অভিযান শুরু করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তির দাবি জানাই।’ 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল আজ বৃহস্পতিবার জানান, ঠাকুরগাঁও সদর থানার মামলায় রাণীশংকৈলের তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু