হোম > সারা দেশ > রংপুর

মসজিদ থেকে বের হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

গাইবান্ধা প্রতিনিধি

মসজিদ থেকে বের হওয়ার পর গাইবান্ধার সাঘাটায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ সোমবার উপজেলার ভরতখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম বাদল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুল তারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উজ্জ্বল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বাদল একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করেন। আমরা দুজনই একসঙ্গে চা খেলাম। বাদল বলে গেল নামাজ পড়ে আসছি। বোনারপাড়া বাজারের পূর্ব শিমুল তারী জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে যান। ১৫ মিনিট পরই দেখি তাঁকে পুলিশ পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। দৌড়ে মসজিদের সামনে গিয়ে মুসলিমদের কাছে শুনি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পিকআপ তুলে নেয়।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ পুলিশকে খবর দিচ্ছে যে বাদল নামাজে গেল অমুক মসজিদে। পুলিশ আশপাশেই ছিল। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে তারা গ্রেপ্তার করে।’

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ