হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা জেলা বারের সভাপতি প্রিন্স সম্পাদক আলমগীর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স সভাপতি ও জি এস এম আলমগীর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা বারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ হয়। বিকেল ৫টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শ্রী সুশীল কুমার ঘোষ। 

নির্বাচিত অন্য সদস্যরা হলেন–সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সরওয়ার হোসেন বাবুল, অ্যাডভোকেট সাঈদ আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নারী আসনে অ্যাডভোকেট মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল কাশেম শাহিদার, গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সোহেল, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড মাজেদুল ইসলাম প্রধান তুহিন, সহ সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোয়াইব আহমেদ, নিরীক্ষক অ্যাড রেজা মিয়া।

এ ছাড়া সদস্য পদে অ্যাডভোকেট ইদ্রিস আলী সরকার, মাসুদার রহমান মাসুদ, অ্যাডভোকেট জিএম মুরাদ হাসান, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মাজেদ, অ্যাডভোকেট আবেদুর রহমান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম অ্যাডভোকেট, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম জাহিদ। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত