হোম > সারা দেশ > রংপুর

পূজামণ্ডপ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৫

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে পূজামণ্ডপ দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত রিকশাভ্যানককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার লিটন চন্দ্র (২৫) রতন চন্দ্র (৩০), পবিত্র চন্দ্র (২২), ভোলা চন্দ্র (২৮), সাহেব আলী (২১)। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতেরা ব্যাটারিচালিত রিকশাভ্যান ভাড়া নিয়ে পূজামণ্ডপ দেখতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের বহনকারী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা চারজন সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নুরুজ্জামান বলেন, ‘সাড়ে ৮টার দিকে মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছাই। আহত পাঁচজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’ 

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২