হোম > সারা দেশ > রংপুর

পূজামণ্ডপ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৫

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে পূজামণ্ডপ দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত রিকশাভ্যানককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার লিটন চন্দ্র (২৫) রতন চন্দ্র (৩০), পবিত্র চন্দ্র (২২), ভোলা চন্দ্র (২৮), সাহেব আলী (২১)। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতেরা ব্যাটারিচালিত রিকশাভ্যান ভাড়া নিয়ে পূজামণ্ডপ দেখতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের বহনকারী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা চারজন সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নুরুজ্জামান বলেন, ‘সাড়ে ৮টার দিকে মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছাই। আহত পাঁচজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’ 

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা