হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

দম্পতিকে চেতনানাশক খাইয়ে ৯ লাখ টাকার মালামাল লুট, ভাড়াটিয়াসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।

পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।

বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।

আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’

এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ