রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মশিউর রহমান নামে একজন ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ আজকের পত্রিকাকে জানান, উপজেলার লোহানি পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইমারত শ্রমিক মশিউর রহমান বাইসাইকেল যোগে রংপুর শহরে যাচ্ছিলেন। বৈরাগীগঞ্জ শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে পৌঁছা মাত্রই একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা যায়নি। সুরতহাল প্রতিবেদন লেখার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।