হোম > সারা দেশ > রংপুর

এক পা নিয়ে বিএনপির সমাবেশে বৃদ্ধ আজিজার

শিপুল ইসলাম ও আল মামুন জীবন, রংপুর থেকে

২০ বছর ধরে হাতিয়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আজিজার রহমান। নেই এক পা, বয়স ৭০ বছর। পরিবহন ধর্মঘটকে তোয়াক্কা না করে এক পা নিয়েই দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে এসেছেন তিনি।

আজ শুক্রবার বিএনপির সমাবেশস্থলে কথা হয় কুড়িগ্রাম জেলার উলিপুরের তাঁতীপাড়া গ্রামের এই আজিজারের সঙ্গে। তিনি জানান, ২০ বছর ধরে তিনি বিএনপির রাজনীতি করছেন। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির জন্য কাজ করে যাবেন তিনি।

নিজের ভোট নিজে দিতে পারেননি জানিয়ে আজিজার বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে ভালোবাসার দল বিএনপির ডাকে সাড়া দিয়ে সমাবেশ উপলক্ষে এখানে এসেছি।’

এদিকে রংপুরে বিএনপির বিভাগীয় সম্মেলন আগামীকাল শনিবার। রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে বিএনপির এই সমাবেশের জন্য চলছে শেষ সময়ের প্রস্তুতি। সমাবেশের আগে ধর্মঘটের অভিজ্ঞতা নিয়ে এবারও আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন রংপুর বিএনপির নেতা-কর্মীরা। সর্ববৃহৎ জনসমাগম করার টার্গেট নেতা-কর্মীদের।

প্রস্তুতির বিষয়ে রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন বাধা, ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা আসতে শুরুর করেছেন।’

তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি চায়। এই সমাবেশ শুধু বিএনপির নয়, সকল স্তরের সাধারণ মানুষের। মানুষ এই সরকারের পতন চায়। রংপুরের গণসমাবেশই হবে সরকারের পতনের সমাবেশ।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আপনারা দেখেছেন, এরই মধ্যে ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে ছুটে এসেছেন। পুলিশ ও পরিবহনশ্রমিকের ঘাড়ে বন্দুক রেখে যতই সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, সমাবেশ যেকোনো মূল্যে সফল করা হবে। আগামীকাল রংপুরে গণজোয়ার হবে।’

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ