হোম > সারা দেশ > রংপুর

কিশোরকে সুই ফুটিয়ে নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারী মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কিশোরকে নির্যাতনের অভিযোগে করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জুন) ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নন্দোলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তি (৪৬) ভুক্তভোগী কিশোরের ‘প্রেমিকার’ বাবা বলে জানা গেছে। তিনি কিশোরকে নির্যাতনের অভিযোগে করা মামলার প্রধান আসামি।

এর আগে ১০ জুন উপজেলার উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ওই কিশোরকে আটকে রেখে নির্যাতন করে তার প্রেমিকার পরিবার। পরে গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ওই কিশোরের নাম আশরাফুল ইসলাম সজীব (১৭)। সে উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

কিশোরের শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে সুই ফুটিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার বাবা। এ ঘটনায় গত ১৫ জুন ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে কিশোরীর বাবা-চাচাসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় এজাহার দায়ের করেন। পরে শুক্রবার রাতে মামলা নথিভুক্ত করে পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দোলাল বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার