হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে চেয়ারম্যান পদে লড়ছেন মামা-ভাগ্নে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে’ এই প্রবাদ আমরা সবাই জানি। কিন্তু এই প্রবাদটি উল্টে গেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে। ওই ইউনিয়নের ভোটারদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। কে বসবেন চেয়ারম্যানের চেয়ারে? মামা নাকি ভাগ্নে নাকি অন্য কোন প্রার্থী।

বংশ পরম্পরায় সদরের পাঁচগাছী ইউনিয়নে নেতৃত্ব দিতে মামা দুই বারের বিজয়ী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমীর হোসেন ব্যাপারীর যেমন সুনাম রয়েছে তেমনি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারের ছেলে মো লতিফুর রহমান ভজুর জনপ্রিয়তা কোন অংশে কম নয়। এবারে তারা দুজনই ইউপি চেয়ারম্যান প্রার্থী। মামা ভাগ্নেকে ও ভাগ্নে মামাকে এই নির্বাচনে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন। আত্মসম্মানের এ লড়াইয়ে উভয়ের মধ্যে মামা-ভাগ্নে সম্পর্কটা যেন আপাতত আপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে আলহাজ্ব আমীর হোসেন ব্যাপারী নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন। অপর দিকে একই পদে ভাগ্নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস মার্কা নিয়ে মামাকে হারাতে মাঠ চষে বেড়াচ্ছেন লতিফুর রহমান ভজু।

পাঁচগাছী এলাকার আমিনুল ইসলাম বলেন, ‘মামা-ভাগ্নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, এ বিষয়টিকে নিয়ে  এলাকায় প্রচুর আলোচনা-সমালোচনা চলছে। তবে যিনি বেশি যোগ্য তাকে আমি ও আমরা ভোট দেবো।’

 দিন যতই ঘনিয়ে আসছে মামা-ভাগ্নের দৌড় ঝাঁপ ততই বেড়ে উঠছে। এ পরিস্থিতিতে তাদের জনপ্রিয়তা সমানে সমান হলেও অপর প্রার্থীরাও বসে নেই। সুযোগের সদ্ব্যবহারে করে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন আরও তিন প্রার্থী।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত