হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

রংপুর প্রতিনিধি

আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকারচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে নগদ ২৫ লাখ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

সাকলাইন জানান, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ-ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলে। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এ সময় ডাকাতেরা ঘরের দুটি আলমারিতে থাকা সার বিক্রির ২৫ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোর পর্যন্ত কেউ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করে তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন। সাকলাইন ইকারচালী ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে।

সাকলাইন বলেন, ‘অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আমাদের ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিস নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এসেছিল। আমরা মামলা করব।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড