হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় আজকের পত্রিকার বর্ষপূর্তি উদ্‌যাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার বিকেলে এই উপজেলা কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

এ সময় প্রধান অতিথি আজকের পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। আজকের পত্রিকার উত্তরাঞ্চলের সার্কুলেশন ম্যানেজার আসাদুজ্জামান লেবু ও গঙ্গাচড়া প্রতিনিধি আব্দুর রহিম পায়েলের উপস্থাপনায় আরও বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক কাজী শরিফুজ্জামান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক কমল কান্ত রায় প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, এসআই মনোয়ারুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ