হোম > সারা দেশ > রংপুর

সরবরাহ কম থাকায় হিলি স্থলবন্দর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

হিলি স্থলবন্দর বাজারের একটি দোকানে পেঁয়াজের স্তূপ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১২ টাকা বেড়েছে। দেশি পেঁয়াজের দাম বাড়ায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে বলছেন আমদানিকারকেরা। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

গতকাল শনিবার সন্ধ্যায় হাকিমপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের শুরুতেই একদিনে ভারত থেকে ৩৪ ট্রাকে আমদানি হয়েছে ৯৯১ মেট্রিক টন ইন্দোর, নাসিক, সাউথ ও নগর জাতের পেঁয়াজ। আমদানি করা এসব পেঁয়াজের মধ্যে নাসিক জাতের পেঁয়াজ বন্দরে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বন্দরে বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে। সাউথ ও নগর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৮ থেকে ১০০ টাকায়। আর ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বিক্রি হয়েছে ৮৫ টাকায়। এদিকে দেশি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।

হাকিমপুরের হিলিবাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘বন্দরে আমদানিকারকেরা হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার বন্দরে পাইকারিতে যেসব পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি হিসেবে কিনেছি, আজ সেই পেঁয়াজ ১০৩ থেকে ১০৫ টাকায় কিনতে হচ্ছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ কিনতে ও বিক্রি করতে আমাদের সমস্যা হচ্ছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু বলেন, দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ফলে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা বেড়েছে, যে কারণে দামও খানিকটা বেড়েছে।

আজ বিকেলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে আমদানি করা পেঁয়াজের গাড়িগুলো নিয়মিত আসছে। এ ছাড়া আসছে দীপাবলি উপলক্ষে ভারতের পাইকারি আড়তগুলোতে আট দিন পেঁয়াজ কেনাকাটা বন্ধ থাকবে। ফলে পেঁয়াজের আমদানি ও সরবরাহ কিছুটা কমে যাবে, যে কারণে দাম বেড়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।’

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের ১৬ কর্ম দিবসে ভারত থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল