হোম > সারা দেশ > রংপুর

বাধার মুখে বন্ধের ২০ দিন পর তারাগঞ্জের সেই মাঠে খেলল নারী ফুটবল দল

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার বিকেলে গাজীপুর ও জয়পুরহাট নারী ফুটবল দলের জয়ের জন্য লড়াই। মাঠের চারপাশে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বাধার মুখে বন্ধ করে দেওয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সেই মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলল নারীরা। ১৪৪ ধারা জারির ২০ দিন পর আজ বুধবার বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা হয়। গাজীপুর নারী ফুটবল দল ও জয়পুরহাট নারী ফুটবল দলের এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শনার্থী ভিড় করে।

উপজেলা প্রশাসন ও খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দল খেলার জন্য মাঠে আসে। কিন্তু ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠন নারী ফুটবল দলের খেলায় বাধা দেয়। তারা খেলা বন্ধের জন্য আন্দোলনের ডাক দেন। স্থানীয় প্রশাসন সংগঠনটির নেতা-কর্মী ও খেলার আয়োজকদের নিয়ে কয়েক দফা আলোচনা করে। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর নারী ফুটবলাররা না খেলে ফিরে যান।

২০ ফেব্রুয়ারি স্থানীয় যুবকেরা নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সম্মতি দেওয়া হয়। আজ বুধবার ওই মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। টাইব্রেকারে গাজীপুর নারী ফুটবল দল ৩ গোল ও জয়পুরহাট নারী ফুটবল দল ২ গোল করে। এক গোলের ব্যবধানে বিজয়ী হন গাজীপুর নারী ফুটবল দল।

সরেজমিনে দেখা যায়, নারী ফুটবল দলের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা এসে ভিড় করেন। মাঠে দর্শকের সারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। খেলার আগে গ্রামগঞ্জ-শহরে মাইকিং করতেও দেখা যায়।

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার বিকেলে গাজীপুর ও জয়পুরহাট নারী ফুটবল দলের জয়ের জন্য লড়াই। মাঠের চারপাশে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। ছবি: আজকের পত্রিকা

খেলার আয়োজক কমিটির একজন বিজয় ইসলাম বলেন, আমরা খেলা আয়োজনের জন্য ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। প্রশাসনের সহযোগিতায় আজ বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী দলের খেলা হয়। খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসেছিলাম। তাঁরা নারী ফুটবল দলের খেলার বিষয়ে যে আপত্তি করেছিলেন, এখন তা নেই। আজ (বুধবার) শান্তিপূর্ণভাবে নারী ফুটবল দলের খেলা হয়েছে।’

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ