হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

জুয়ার আসরে টর্চের আলো, দৌড়ে পালাতে গিয়ে জুয়াড়ির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় জুয়ার আসরে টর্চের আলো দেখে পালানোর সময় পারভেজ চৌধুরী (৪৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত পারভেজ চৌধুরী ওই ইউনিয়নের কালীবাড়ী মহিষপুর গ্রামের মৃত তজু চৌধুরীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফেলানপুর গ্রামের একটি ফসলের মাঠে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। রাত ২টা ৩০ মিনিটে ওই জুয়ার আসরে টর্চ লাইটের আলো পড়লে পুলিশ ভেবে দিগ্বিদিক দৌড়ে পালায় ওই আসরে থাকা ব্যক্তিরা। 

দৌড়ে পালানোর সময় পারভেজ চৌধুরী নামের ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আজ দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে হালচাষ করতে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, নিহত পারভেজের হার্টে আগে থেকে রিং পরানো ছিল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রাতে ওই এলাকায় পুলিশ যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ আসছে ভেবে দৌড়ে পালাতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড