হোম > সারা দেশ > রংপুর

করতোয়া নদী থেকে পাওয়া পিতলের মূর্তি জব্দ 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর কাঁচদহ নামকস্থানে ড. ওয়াজেদ মিয়া সেতুর নিচে থেকে পাওয়া পিতলের মূর্তি জব্দ করেছে থানা-পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করে আনেন।

জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর কাঁচদহ নামকস্থানে ড. ওয়াজেদ মিয়া সেতুর নিচে দুধিয়াবাড়ী দারাপাড়ার নুর আমিনের ছেলে রুবেল মিয়া হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় হিন্দুদের দেবতা ‘গোপাল’ আকৃতির পিতলের একটি মূর্তি পান এবং লুকিয়ে রাখেন। খবরটি ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের বীট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন অভিযান শুরু করেন। প্রায় সপ্তাহখানেক পর গতকাল কৌশলে মূর্তিটি এবং ওই কিশোরকে হাতের নাগালে নেন। পরে পীরগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়ার কাছ থেকে মূর্তিটি জব্দ করেন। 

মূর্তি জব্দকালে টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ওসি বলেন, ‘জব্দকৃত ব্রোঞ্জের মূর্তিটির ওজন ১ কেজি ৮৬ গ্রাম। মূর্তিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে এ ব্যাপাকে কোনো মামলা করা হয়নি।’ 

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন