হোম > সারা দেশ > রংপুর

১৩ দফা দাবিতে সুন্দরগঞ্জে কলেজশিক্ষার্থীদের বিক্ষোভ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

ছাত্র সংসদ, বার্ষিক ক্রীড়াসহ ১৩ দফা দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডিড রাইটার (ডিডব্লিউ) সরকারি কলেজে বিক্ষোভ হয়েছে। আজ রোববার কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করে। পরে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন। 

দাবিগুলো হলো–কলেজে স্নাতক (সম্মান) সেকশন চালু, নতুন আগত শিক্ষার্থীদের জন্য নবীন বরণ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পাঠদান, তিন-চতুর্থাংশ শিক্ষার্থীর উপস্থিত নিশ্চিত করা, আইডি কার্ড প্রদান, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন‍্য পৃথক কমন রুমের ব্যবস্থা, দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা, নিয়মিত বার্ষিক খেলাধুলা ও চিত্ত বিনোদনের আয়োজন, স্বাস্থ‍্যসম্মত শৌচাগার নির্মাণ, মসজিদ পুনর্নির্মাণ ও পাঠাগার সংস্কারসহ তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, দরিদ্র, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের দরিদ্র তহবিল থেকে আর্থিক সুবিধা প্রদান, বনভোজন নয় শিক্ষা সফর নিশ্চিত করাসহ প্রকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় নিয়ে আসা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘১৩ দফা দাবি আদায়ে আন্দোলন করছি। এগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে শিক্ষার্থীদের নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।’ 

সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ অধ্যক্ষ এ কে এম এ হাবীব সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে দাবিগুলো পূরণ করা হবে পর্যায়ক্রমে।’

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন