হোম > সারা দেশ > লালমনিরহাট

এখন ভাতা নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

দেশে এখন সামাজিক সুরক্ষা ভাতা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ‘যে যত বড় কথাই বলুক, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই’ উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে শতভাগ বিদ্যুৎ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দুস্থ ও অসচ্ছলদের ভাতার ব্যবস্থা করেছেন। এখন ভাতা নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। শেখ হাসিনা যা বলেন তা-ই করেন।’ 

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। অথচ তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করেছেন, যা অত্যন্ত পরিতাপের ও দুঃখের বিষয়। আজকে মহান বিজয় দিবসে জিয়াউর রহমানের যত অপকর্ম তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি আমরা।’ 

মন্ত্রী নুরুজ্জামান আরও বলেন, ‘জিয়াউর রহমানের সরকার ও তাঁর পরে খালেদা জিয়ার সরকারও মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করেনি বরং মুক্তিযোদ্ধাদের তাঁরা নিষ্পেষণ করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের শুধু ভাতাই নয়, বাড়িও করে দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার খরচ, এমনকি তাঁদের জন্য ঋণেরও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’ 

মুক্তিযোদ্ধাদের হত্যাকারী ও দেশের সম্পদ লুণ্ঠনকারীদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান নুরুজ্জামান। 

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুজ্জামান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল প্রমুখ।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা