হোম > সারা দেশ > দিনাজপুর

দাখিলে অর্ধেকের কম পাস করায় বিরামপুরে ১৭ মাদ্রাসাকে নোটিশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সদ্য ঘোষিত ফলাফলে দাখিলে অর্ধেকের কম পাস করায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ১৭টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়। এতে আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

জানা গেছে, এবার বিরামপুর উপজেলায় ২২টি মাদ্রাসার ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। 

এ ছাড়া মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা, কাটলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদ্রাসা, পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা ছাড়া বাকি ১৬ মাদ্রাসা থেকে অর্ধেকেরও কম শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফল বিপর্যয়ের উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসাগুলোকে নোটিশ প্রদান করেছেন। 

মাদ্রাসাগুলো হলো খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা, ঝানজার দাখিল মাদ্রাসা, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা, হাবিবপুর দাখিল মাদ্রাসা, বিজুল কামিল মাদ্রাসা, আয়ড়া দাখিল মাদ্রাসা, চতুরপুর দাখিল মাদ্রাসা, খাঁনপুর দাখিল মাদ্রাসা, পুইনন্দা দাখিল মাদ্রাসা, ভবানীপুর দাখিল মাদ্রাসা, কানিকাটাল দাখিল মাদ্রাসা, দাউদপুর দাখিল মাদ্রাসা, বেপারীটোলা দাখিল মাদ্রাসা, চড়াইভিটা দাখিল মাদ্রাসা, চকশুলবান দাখিল মাদ্রাসা, বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড