হোম > সারা দেশ > দিনাজপুর

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত মাজেদুল ইসলাম (৫০) বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। 

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য দিনাজপুর স্টেশনে বিরতি দেয়। এ সময় মেয়ের জামাইকে ট্রেনে তুলে দিয়ে বগির ভেতরে কথা বলছিলেন মাজেদুল। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়। এ সময় চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মাজেদুল ইসলাম পা ফসকে দুই পা চাকার ভেতরে ঢুকে যায়। এতে তাঁর শরীর থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর মাজেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৬টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা মাজেদুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ