হোম > সারা দেশ > রংপুর

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের গৃহবধূ মীম খাতুনকে (২৫) হত্যার অভিযোগে আজ রোববার স্বামী ইবরাহীম মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে গাবতলী থানা-পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ইবরাহীম কালাইহাটা গ্রামের করিম মণ্ডলের ছেলে। নিহত মীম বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ইবরাহীমের প্রথম স্ত্রী। হত্যাকাণ্ডের অভিযোগে রোববার সকালে গাবতলী মডেল থানায় নিহতের বাবা আনোয়ার হোসেন ইবরাহীমসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মীমের সঙ্গে ইবরাহীমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মীমকে মারধর করতেন স্বামী ইবরাহীম। যৌতুকের টাকা না পেয়ে মাস পাঁচেক আগে আরেকটি বিয়ে করেন ইবরাহীম। এতে ক্ষিপ্ত হয়ে মীম তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এবং বাবার বাড়ি চলে যান। পরে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সালিস হয়। সালিসে বিরোধ মীমাংসা করে মীমকে আবার ইবরাহীমের বাড়িতে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও ইবরাহীম মীমের পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরে গতকাল শনিবার মধ্যরাতে মীমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইবরাহীমের স্বজনেরা মীমের বাবার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মীমের বাবা আনোয়ার হোসেনসহ স্বজনেরা মীমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত ইবরাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ