হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

গ্রামবাসীর তাড়ায় ‘ভয় পেয়েছে ময়ূরটি’

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ফতেপুর গ্রামে ধরা পড়া ময়ূরটি। ছবি: আজকের পত্রিকা

মাঠের মাঝখানে আজ সোমবার সকালে একটি ময়ূরকে দেখে তাড়া করে গ্রামের লোকজন। প্রায় তিন ঘণ্টা তাড়া করার পর ময়ূরটি ফতেপুর গ্রামের ফইজুলের খড়ের গাদার নিচে আশ্রয় নেয়। পরে দুপুরে ময়ূরটিকে ধরে বেঁধে রাখে গ্রামের লোকজন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা বড়পলাশবাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ময়ূরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

বড়পলাশবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ মাহাবুব আলম বলেন, ‘দুপুরে বালিয়াডাঙ্গী থানার ওসি ময়ূরটিকে ধরে বেঁধে রাখার খবর আমাকে জানান। এরপরে ঘটনাস্থল থেকে ময়ূরটিকে উদ্ধার করে ইউএনওর কাছে পৌঁছে দেই।’ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ‘আজ বিকেল ৫টায় বন বিভাগের লোকজনকে ডেকে ময়ূরটিকে হস্তান্তর করা হয়েছে।’

বালিয়াডাঙ্গী উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা প্লান্টেশন ম্যানেজার (পিএম) অনীল চন্দ্র বলেন, ‘ময়ূরটিকে দিনাজপুরের জাতীয় উদ্যানে পাঠানো হবে। গ্রামের লোকজনের তাড়ায় ভয় পেয়েছে ময়ূরটি। এটির প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি।’

অনীল চন্দ্র আরও জানান, এটি ভারতীয় ময়ূর। সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে খাবারের সন্ধানে। এজাতীয় ময়ূর ভারতে বেশি রয়েছে।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার